আপনার রাজত্বে স্বাগত
আপনার বাড়ির বৈঠকখানা থেকে চুঁইয়ে পড়ুক আভিজাত্য। দেওয়ালের হাল্কা রঙের গায়ে আলোর খেলা আপনার ঘরটিকে করে তুলুক মায়াবি। আভিজাত্যের আর একটু ছোঁয়া দিতে ঘরে রাখতে পারেন একটা গালিচা। এমন এক ঘরের সৌন্দর্য্যের প্রাণকেন্দ্রে থাকুক এক গোছা তাজা ফুল।আরাম...শুধুই আরাম
আপনার সাধের বেডরুম হোক এরকমই। হারিয়ে যান মোটা গদির উষ্ণতায়। সাদা-কালো আর টাকোয়জ রঙের দেওয়াল এই ঘরকে করে তুলবে আরও রাজকীয়।এক অন্য জগৎ
পুজোর মণ্ডপে থিম থাকলে ঘরে কেন নয়! সেই থিমে ধরা দিতেই পারে উত্তর আমেরিকার অ্যাপালেচিয়ান অধিবাসীদের সংস্কৃতি। সেইখানকার মানুষদের প্রিয় উজ্জ্বল রঙ, চমকপ্রদ নকশা জায়গা করে নিক আপনার ঘরে।এক্সপার্ট রাঁধুনীর কর্মশালা
রান্নাঘর, যা আপনার মতো ওস্তাদ রাঁধুনীকে যোগাবে নিত্যনতুন রান্নার অনুপ্রেরণা। এরকম রান্নাঘরকে রাঙিয়ে তুলতে ব্যবহার করুন ওয়ার্ম কালার টোন। রান্নাঘর সেজে উঠুক চকচকে পালিশের সরঞ্জাম দিয়ে।কথা বলুক ঘরের দেওয়াল
একঘেয়েমি কাটিয়ে পড়ার ঘর কিংবা অফিসঘরকে করে তুলুন আকর্ষণীয়। আপনার ঘর হয়ে উঠুক অনুপ্রেরণার আঁতুড়ঘর। ঘরের রঙ, ফার্নিচার আর গৃহসজ্জা হয়ে উঠুক আপনার রুচিশীল ব্যক্তিত্বের প্রতিফলন।কফি, আড্ডায় দিনের শুরু
বাড়ির একটা কোণে থাকুক একটা ছোট্ট টেব্ল আর দুটো চেয়ার। গরম কফিতে চুমুক আর আড্ডায় দিনের শুরুটা হতেই পারে এখান থেকে। এমন একটা বিশেষ জায়গাকে সাজিয়ে তুলুন একটু উজ্জ্বল রঙ দিয়ে।Latest Happenings in the Paint World
Get some inspiration from these trending articles
Get in Touch
Looking for something else? Drop your query and we will contact you.