ডিনার টেব্লের রসিকতা
ডিনার টেব্ল তো শুধু আর খাওয়ার জায়গা নয়। দিনের শেষে সকলের একত্রিত হওয়ার জায়গা। উজ্জ্বল রঙের দেওয়াল আর সূক্ষ্ম কাজের আসবাব দিয়ে ঘরের এই জায়গাকে করে তুলুন অনন্যসাধারণ।তিনজনের জমাটি আড্ডা
তিন বন্ধুর আড্ডা হোক, কিংবা তিন সদস্যের সুখের সংসার। খাবার টেব্লে তিনজনে গল্প করার আমেজটাই আলাদা। সেই আড্ডায় অন্যমাত্রা যোগ করে আপনার ঘর ও তার সজ্জা। দেওয়াল রেঙে উঠুক গাঢ় রঙে। ঘরকে সাজিয়ে তুলুন ফার্নিচারে প্রিন্টেড কভার, নজরকাড়া আলোর শেড দিয়ে, আর টেব্লে থাকুক একটু আনকমন কাটলারি।পালকের ছোঁয়া
নিয়মের বেড়াজালে ঘেরা এই দুনিয়ায় আপনার গৃহসজ্জায় থাকুক নিয়মভাঙা ছক। একটা অদ্ভূত দেখতে ফুলদানি, একটা পালক, এক পোঁচ রঙ – যা চেনা গণ্ডির একদম বাইরে। খামখেয়ালি, কিন্তু অনন্য – ঠিক আপনার মতো।প্রতিটা দিন হোক প্রাণবন্ত
রোজকার জীবনে একটু সতেজতা আনুন আপনার ঘরের থেকেই। ঘর হোক এমন, যা দেখলেই মন ভাল হয়ে যায়। এমন একটা ঘর সাজাতে ট্যান্জারিন রঙের জুড়ি মেলা ভার। স্পটলাইট, ধূসর রঙের সোফা আর ম্যাচিং কুশন ঘরেকে করে তুলবে আরও প্রাণময়।প্রতিটি বাড়ির জন্য রঙ
সাধারণ কিছুতে সন্তুষ্ট হবেন না। বেড়িয়ে আসুন চেনা গণ্ডির বাইরে। গ্রেসিয়ান ব্লু, টাকোয়্জ, ওয়ার্ম অরেঞ্জের মতো রঙের ছোঁয়ায় বাড়ির বাইরের দেওয়াল হয়ে উঠুক আপনার মতোই অনন্যসাধারণ।প্রতিদিনের শান্তিস্থল
ক্লান্তিকর দিনের শেষে শান্তির নিবিড় আশ্রয় খুঁজে পান আপনার বেডরুমে। আপনার এই অবসরযাপনে শীতলতা আনবে প্যাস্টেল মিন্ট রঙের দেওয়াল, মেটে রঙের আসবাব আর ডিম লাইট।Latest Happenings in the Paint World
Get some inspiration from these trending articles
Get in Touch
Looking for something else? Drop your query and we will contact you.